| বঙ্গাব্দ
ad728
আমাদের সম্পর্কে

২০২৪ সালে প্রবল উদ্যম নিয়ে শুরু হয় আজকাল.ইন-এর পথচলা। ঠিক এরকমভাবেই একদল তরুণ তুর্কীর কাঁধে ভরসা রেখে ১৯৭১ সালে যাত্রা শুরু করেছিল ওয়ার্ল্ড ভিশন নিউস২৪। এলাম, দেখলাম, জয় করলাম। বাঙালি পেয়েছিল একেবারে অন্যরকম সংবাদ পরিবেশনের স্বাদ। বাংলার ঘরের অনলাইনওয়ার্ল্ড ভিশন নিউস২৪ যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন পা রাখল ডিজিটাল দুনিয়ায়, পাঠক সাদরে বরণ করে নিল তাকে। শুরুর দিন থেকেই নির্ভীক, তথ্যনিষ্ঠ, চমকের বদলে সততায় বিশ্বাসী ওয়ার্ল্ডভিশননিউস২৪.কম। দেশ, বিদেশ তো বটেই, মহানগর থেকে জেলা, আমাদের বিস্তৃত নেটওয়ার্ক দিনদিন বাড়িয়েছে বিশ্বাসযোগ্যতা। এই জেটযুগে খবর যে শুধু পড়ার নয়, দেখারও, সেই বাস্তবতাকে মান্যতা দিয়ে ওয়ার্ল্ডভিশননিউস২৪.কম ভিডিও সংবাদ পরিবেশনে গুরুত্ব দিয়েছে। ওয়ার্ল্ডভিশননিউস২৪.কম -এর বিশেষ আকর্ষণ তার বিনোদন বিভাগ। বলিউড- টলিউড- হলিউডের টাটকা খবর আর নিত্যনতুন ফ্যাশনের হদিশ এখানেই। নবীন প্রবীণ পাঠক-দর্শকের ভালবাসায় গত প্রায় একদশক ঋদ্ধ হয়েছি আমরা। আপনাদের সমালোচনা, আপনাদের উৎসাহ আমাদের আগামীদিনের এগিয়ে চলার প্রেরণা।

©সকল কিছুর স্বত্বাধিকারঃ ওয়ার্ল্ড ভিশন নিউস ২৪ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় Aponsoft IT